কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার সাতক্ষীলা জেলার সেরা উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জেলার ৭ টি উপজেলার মধ্যে ডিজিটাল সেবা প্রদানে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সেরা উপজেলা নির্বাহী অফিসার ক্যাটাগরিতে অনুপ কুমার তালুকদার সার্টিফিকেট অব এ্যাওয়ার্ডপ্রাপ্ত হয়েছেন বলে জানা েেগছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জয়নগর ইউনিয়ন পরিষদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও কলারোয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমান উল্লাহ আমান, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, জয়নগর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শেখ ফিরোজ আহম্মেদ, সাংবাদিক এমএ সাজেদ প্রমুখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস