Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন
বিস্তারিত

কলারোয়ায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর’ ১৪ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালনকরা হয়েছে। সোমবার সকালে ‘স্যানিটেশন’র অভ্যাস করি-সুস্থ সবল বাংলাদেশ গড়ি’ এবং ‘পরিষ্কার হাত জীবন বাঁচায়’- এই শ্লোগানকে সামনে রেখে কলারোয়া উপজেলাপ্রশাসন ও জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ব্র্যাক ওয়াশ কর্মসূচিরসহযোগিতায় র‌্যালি, হাতধোয়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজআহম্মেদ স্বপন। উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বেঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুলইসলাম লাল্টু ও সেলিনা আনোয়ার ময়না, শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক। এ সময়অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন উপজেলাজনস্বাস্থ প্রকৌশলী কুদরত-ই-খুদা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, ডা.মেহেরুল্লাহ, পরিসংখ্যান কর্মকর্তাতাহের মাহমুদ সোহাগ, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, পল্লি উন্নয়নকর্মকর্তা আশরাফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার ময়না, কলারোয়াপ্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুলহাসান কামরুল, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, মাধ্যমিকশিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, কল্যাণ সমিতির সভাপতি হরিসাধন ঘোষ, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান আব্দুল গফুর, আনসার ভিডিপি কর্মকর্তামাহবুবুর রহমান, ব্র্যাক’র জেলা প্রতিনিধি শহিদ হোসেন, ব্র্যাক’র কলারোয়াএরিয়া ম্যানেজার পার্থ বসু, ব্র্যাক প্রতিনিধি মাহফুজা সুলতানা, রাজন দাস, আরাফাত খান, এনজিও আহ্ছানিয়া মিশন’র মনিরুজ্জামান মিজান, প্রধান শিক্ষকশফিকুল ইসলাম, ইমদাদুল হক, প্রধান শিক্ষক সাজ্জাত হোসেন, রেহেনা সুলতানা, আহ্সান উল্লাহ, মাদরাসা সুপার আব্দুস সাত্তার, শিক্ষক উৎপল সাহা, আফজালহোসেন হাবিল, সাংবাদিক জুলফিকার আলি, এমএ সাজেদ, ফিরোজ জোয়ার্দ্দারসহ এনজিওপ্রতিনিধি ও সুধিজন। আলোচনা সভার পূর্বে সকাল ১০টায় প্রাইমারি ওহাইস্কুলের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও বিভিন্ন এনজিও কর্মীদের একটিবর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়কপ্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। বর্ণাঢ্য এ র‌্যালির নেতৃত্ব দেনউপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলামলাল্টু ও উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার। সমগ্র অনুষ্ঠানটিসঞ্চালন করেন ব্র্যাক ওয়াশ’র কলারোয়া ম্যানেজার সত্যেন্দ্র প্রসন্ন সিংহ।

ছবি
ডাউনলোড